ধূসর উন্মোচন

  • ধূসর উন্মোচন

    তার সঙ্গে থাকে, নির্জনে থাকে না কখনো একসঙ্গে খায়দায়, ঘোরে, অরণ্যে যায় নিশিপাখির মতো এ-ডালে ও-ডালে ঝোলে লুপ্ত সাধনার পাশে, রেলপথ সমানে সমান নিষ্ফলা ক্ষেতের মাটিতে পুঁতে রাখে বীজ বশীকরণ, সংহার, প্রহেলিকা ধূসর প্রান্তরে মন ডিঙিয়ে ওড়ে, নবদরজার চৌকাঠে, গুঞ্জনে ইনবক্সে থেকে থেকে পাখি ডেকে যায় অনেক পথের পাশে গিরগিটি হাঁটে, রং পালটায়, বাঁশিসুর নিভন্ত…