নজরুল হায়াত

  • ফিরি বারেবারে লাউ জাংলায়

    তামাটে রমণী        আমার ঘরণী নদীটার মতো        বয় অবিরত                 ঘাম দিয়ে আঁকে                    প্রেম লিখে রাখে                 মাটি ও বালিতে                    মনের কালিতে ভাঙা নদী বাঁক      জোনাকির ঝাঁক হাটুরের ডাক         স্মৃতি মউচাক                   প্রাচীন কাঁকরে                         নখের আঁচড়ে                   শরীরের ভাষা                          মনে যত আশা ঘাসেদের বনে        পাখিদের মনে হাট-ফেরা স্বামী     …

  • মানুষ ও ইতরের গল্প

    এক দোয়েল আর এক প্রজাপতি  উড়ে যেতে যেতে বলে :  বেশ তো জমেছে মেলা,  এক হুতোম আর এক প্যাঁচা  কোটরে লুকিয়ে মুখ, কুতকুতে চোখ তুলে ভাবে  মজা করে দেখা যাবে খেলা,  এক হাঙর আর এক কুমির  জলতলে বসে দিব্যি আরামে করে হাঁ এদিকে বনের সম্রাট তুলতুলে গোঁফে দেয় তা, তাহলে এই বাংলায় এখন মৃগয়ার মৌসুম …