মানুষ ও ইতরের গল্প

এক দোয়েল আর এক প্রজাপতি 

উড়ে যেতে যেতে বলে : 

বেশ তো জমেছে মেলা, 

এক হুতোম আর এক প্যাঁচা 

কোটরে লুকিয়ে মুখ, কুতকুতে চোখ তুলে ভাবে 

মজা করে দেখা যাবে খেলা, 

এক হাঙর আর এক কুমির 

জলতলে বসে দিব্যি আরামে করে হাঁ

এদিকে বনের সম্রাট তুলতুলে গোঁফে দেয় তা,

তাহলে এই বাংলায় এখন মৃগয়ার মৌসুম 

যত হাহাকার আর কান্নার রোলে ভরা মানুষের বাসভূম।