লতা মঙ্গেশকর

  • লতা, লতা মঙ্গেশকর

    কেউ কি ডেকেছে তোমাকে … পঞ্চভূতে মিশে গেলে তুমি … জানি এভাবেই যেতে হয় তবু প্রশ্ন আসে, কেন যেতে হয়? ঠিকানা রাখিনি আমি; শুধু ভাঁজ খুলে অনুভূতি দেখিয়েছ জীবনের রেখায়-রেখায় এতো নীল শঙ্খের ভাঁজে একটি বীণায় অদৃশ্য সুরের যজ্ঞে মুখোমুখি ঝিনুক হৃদয় … হাত রেখে জানিয়েছ শব্দকে কোথাও নিয়ে যেতে হয় … কোথাও গভীরে, বুকের…