লতা, লতা মঙ্গেশকর

কেউ কি ডেকেছে তোমাকে …

পঞ্চভূতে মিশে গেলে তুমি … জানি এভাবেই যেতে হয়

তবু প্রশ্ন আসে, কেন যেতে হয়? ঠিকানা রাখিনি আমি;

শুধু ভাঁজ খুলে অনুভূতি দেখিয়েছ জীবনের রেখায়-রেখায়

এতো নীল শঙ্খের ভাঁজে একটি বীণায় অদৃশ্য সুরের যজ্ঞে

মুখোমুখি ঝিনুক হৃদয় … হাত রেখে জানিয়েছ

শব্দকে কোথাও নিয়ে যেতে হয় … কোথাও গভীরে,

বুকের অরণ্যে তবে যাবার ইচ্ছে কেন গানের ময়ূরী? 

পারতে না জীবনকে আরো দূরে টেনে নিয়ে চোখের পাতায়

যখন আসে না ঘুম তোমার সংগীতে পারতে না

এ-প্রিয় আকাশে আকাশে সন্ধ্যাতারায় কিংবা অরুন্ধতি হয়ে

অভিমানী তুমি, বিরহের বাঁশি হাতে রাখাল পাথরে তবে

পাওনি কি অধরাকে? বীণাটি কোথায় তবে ধুলায় হারায়?

আঙুলের ডগা আর কণ্ঠের জাদু … কস্তুরি হৃদয় ধর্মে

শিশিরের ধ্বনি … আগুনের, মৃত্তিকার খাদ্য হলে;

শুধু তুমি নাই, তুমি নাই বলে পাখিরাও কাঁদছে নীরবে

                                  বলেছ ওদের, তুমি যাবে?