লসান হ্রদের তীরে

  • লসান হ্রদের তীরে

    লসান হ্রদের তীরে বড়ো বেশি মৌনধীর শান্ত বসে থাকা উপকূলে শ্বেতছায়া, সূর্য ফ্রেমে ঝুলে থাকে আনত গম্ভীর, ডানার কম্পনধ্বনি মেলে পাখি উড়ে যায়, নীলজলে ঢেউ মগ্ন সে উদাত্ত ভীরু, সাদাটে মেঘের রাশ পরিচ্ছন্ন আঁকা এ-বিরাট চিত্রপটে, সমস্ত সুইজারল্যান্ড মন্দ্র আমন্ত্রণে বিভোল লতার বাহু ফেলে রাখে তন্দ্রাচ্ছন্ন লসান স্টেশনে; এ কেমন বাহুলতা, জাল এই ঘোরজাল, এর…