শুভময়ী বনলতা সেন

  • শুভময়ী বনলতা সেন

    (উৎস : জীবনানন্দ দাশ) ‘ভ্রমণে আনন্দ ছিল। হেঁটে হেঁটে পথে                                   কেটে গেছে অজস্র সময় মনে রেখেছেন। সবকিছু এতদিনে                                    হয়নি তো এতটুকু ম্লান কবে, কোন অঘ্রানের মাঠে ধানকাটা হয়ে গেলে কতবার কুড়ালেন খড় চুম্বনের পূর্বাহ্নের মতো রাত্রি আসে শিশিরের শব্দছবি ছুঁয়েছেন ঘুমভাঙা হাতে কোনো-এক শঙ্খবালিকার কথা মনে থেকে আছে কার ছিল ধানমাখা চুল শাঁইবাবলার ঝাড়, অর্জুনের…