হাঁক

  • হাঁক

    রাজবাড়ির রাজার অন্দরমহলে রাজনটীর নূপুরের নিক্কণ চিৎকার – ঝিকিমিকি তারার মরীচিকা বাতাস গলে গলে আগুনফুল ফোটে,  এখানে মাতালের উদ্যাপন; বোবার বোধ জুড়ে যা কিছু ওড়ে – রঙিলা জলের অভিমুখে গ্রীবাঘেরা মখমল মনের সবই নিমগ্নতা … চন্দ্রকরোটি বোবাঘুমে গেছে বলেই – কেঁপে উঠেছে প্রাসাদের ভিত; রাজনটীর কানঘরে হিমশীতল লোহার দরজা; জ্যোতির্ময় চাপাকান্না। জল্লাদের জলজরক্ত পদ্মকলি গন্ধহীন…