মিজানুর রহমান বেলাল

  • আলোবসন্ত

    আঁধারের অন্তর দেখতে গিয়ে দেখি – জোনাকি বন্দর আলোর বসন্ত বিনামূল্যে ফেরি করে বৃক্ষের সবুজ ফ্ল্যাটে কেঁপে উঠলো জলভরা যমজ চোখের নীল নক্ষত্র তবুও তাঁবু গেড়েছি গৃহ থেকে দূরে অসীম দিগন্ত উঠোনে, দেখে যাও বেদনা কাঠের ঘর – বড্ড বাদামি ঘুমন্ত পৃথিবী; মহুয়ার মগ্নতায় মনমমি হেঁটে যাচ্ছে কুয়াশাভেজা পথে। কার কাছে জমা আছে চেনা পায়ের…

  • সিসি ক্যামেরা

    একটি পাখিকে পাহারা দিয়েছি বিনা শর্তে! শকুনের মুখ থেকে বাঁচিয়েছি অনেকবার সাঁতার দিতে গিয়ে ডুবেই গিয়েছিল – কেউ এগিয়ে আসেনি; পাড়ে তুলেছি ভুলেই গিয়েছিলাম আমিও সাঁতার জানি না। ধার করা রোদে পালক ফিরিয়ে দিয়েছি কুকুরের মুখ থেকে রক্ষা করতে জলাতঙ্কে; আমাকে গ্রামছাড়া করেছে শাসকপ্রতি! পাখি তোমাকে দেখতে দেখতে দেখা হলো না ভোরের আকাশ, তারার ফুল…

  • হাঁক

    রাজবাড়ির রাজার অন্দরমহলে রাজনটীর নূপুরের নিক্কণ চিৎকার – ঝিকিমিকি তারার মরীচিকা বাতাস গলে গলে আগুনফুল ফোটে,  এখানে মাতালের উদ্যাপন; বোবার বোধ জুড়ে যা কিছু ওড়ে – রঙিলা জলের অভিমুখে গ্রীবাঘেরা মখমল মনের সবই নিমগ্নতা … চন্দ্রকরোটি বোবাঘুমে গেছে বলেই – কেঁপে উঠেছে প্রাসাদের ভিত; রাজনটীর কানঘরে হিমশীতল লোহার দরজা; জ্যোতির্ময় চাপাকান্না। জল্লাদের জলজরক্ত পদ্মকলি গন্ধহীন…