সিসি ক্যামেরা

একটি পাখিকে পাহারা দিয়েছি বিনা শর্তে!

শকুনের মুখ থেকে বাঁচিয়েছি অনেকবার

সাঁতার দিতে গিয়ে ডুবেই গিয়েছিল –

কেউ এগিয়ে আসেনি; পাড়ে তুলেছি

ভুলেই গিয়েছিলাম আমিও সাঁতার জানি না।

ধার করা রোদে পালক ফিরিয়ে দিয়েছি

কুকুরের মুখ থেকে রক্ষা করতে জলাতঙ্কে;

আমাকে গ্রামছাড়া করেছে শাসকপ্রতি!

পাখি তোমাকে দেখতে দেখতে

দেখা হলো না ভোরের আকাশ, তারার ফুল

নদীঘাট, ঘাসের কুয়াশা আর মাকড়সার ঝুল!

পাখির ইচ্ছাপূরণে বানিয়ে দিলাম সোনার খাঁচা

পাখি সাপ খেতে চায় – পাখি ছেড়ে দিলাম

পাখি ফিরে এসে দেখবে – খাঁচা বেচে দিয়েছি;

পাখি পোষার দায়ে মামলা খেয়ে ব্যাঁকা হয়ে

আমার অবুঝ পাঁজর তুলেছি নিলামে …

আর কাঁটাবনে প্রিন্ট হবে পাখির মশকরা

পদক আর মদকে আটকে যাবে সুশীল’রা …