আড়ালের গল্প

ভেসে যায় সাদা মেঘ       ছেঁড়া ছেঁড়া স্মৃতি

সন্ধ্যার আকাশে ওড়ে      কবিতা-উদ্ধৃতি

বন্ধনের রজ্জুরাশি           যদি যায় ছিঁড়ে

পথহারা পাখিমন           নীড়ে আর ফিরে?

শরতের কাশফুল           মৃত্যুলেখা আঁকে

নদীর উজানে চোখ         শেয়ালেরা হাঁকে!

ঝিরিঝিরি ওঠে ঢেউ        চাঁদের আলোয়

মন যদি তরি বায়          ভালোয় ভালোয়

গুণ টানে স্মৃতিরাশি        পেছনের দিকে

যতই এগোতে চাই        পথ ভারি ফিকে

আড়ালের গল্প যদি         ফাঁদ পাতে পথে

অস্তগামী লাল সূর্য          মহাকাল-রথে

তোমার দুয়ারে এক        আচানক ভূত      

তুলে নাও বুকে আজ      জীবনের দূত!