আমাগেরই ক্যান ঘর পোড়ে

আগুন লাগলি শুদু আমাগেরই ক্যান ঘর পোড়ে?

কিচু কতি পারিস গুপাল?

প্রতিবার বন্যা এইসে কেইড়ে নিয়ে যায় সপ।

মরার খরায় পুইড়ে পুইড়ে

আমাগের ব্যাবাক ফসল মইরে পইড়ে থাকে! 

আমার উনি তো বোজে না সোজে না

শুদু ওপরআলাকে গালি দেয়।

আমি কত মানা করি, সে কতা শোনে না

তুই কতি পারিস গুপাল?

শুদু আমাগের সাতে তার কিসির হিংসে?

আচ্চা উগের হয় না কিচু?

যারা গম খায়, টিন খায়, মাটি খায়,

সপ কিচু খেইয়ে খেইয়ে শুইয়ে শুইয়ে বগল বাজায়!

আমাগের হেইলে মেইয়ে শুদু খাতি চায়, খুপ খিদে।

উরা গলা জইড়ে যকন কয়

বাজান গো বড় খিদে। আর যে পারিনে গো বাজান

জ¦লে গো বাজান, জ¦ইলে জ¦ইলে যায়,

তকন যে আমিও চেঁইচে উঠি

আকাশের দিকি তাইকে কই – ওহে তুমি কি দ্যাকো না?

তুমার কি চোক নাই?

না কি আমাগেরে ভাল্লাগে না?

নদী ভাঙে, ভেইঙে ভেইঙে পড়ে সপ,

ঘর, বাড়ি, ভিটেমাটি, গরুর গুয়াল!

ছেইলে মেইয়ে আবার ঘুইমে পড়ে

স্বপ্ন দ্যাকে। বুকটা ভইরে যায়।

Published :