আর্তনাদ

শারমিন সুলতানা রীনা

আনমনে সাগরের তীরে হাঁটছিল ঝিনুক
একটি বালির কণা কখন মিশে
গেছে বুকের গভীরে।

দিনে দিনে বালির বিষাক্ত লালায়
জন্ম নেয় চকচকে মুক্তার শুভ্র দানা।
মুক্তা বেড়ে ওঠে জঠরে তার।
ঝিনুক টের পায় মহাকালের গর্ভে
তার করুণ বিনাশ।
দীর্ঘ প্রহরশেষে ঝিনুক মিশে যায়
মৃত্যুর শীতল কোলে।

পৃথিবীর রক্তিম আভা বরণ করে
অপরূপ মুক্তাকে।

অথচ কে জানলো ঝিনুকের
মর্মঘাতী আর্তনাদ?