এমন কোনো শরীর কী আছে?
যে শরীরে নেই কোনো তিল
এমন কোনো হৃদয় কী আছে?
যে হৃদয়ে নেই নীরবতার গান
গভীর দীর্ঘশ্বাস
নদীর মতো দীর্ঘ
প্রবহমান।
হঠাৎ হঠাৎ মনে পড়ে – হলেও তো হতে পারতো তুমুল প্রেমময় এক জীবন।
প্রগাঢ় চুম্বনের পর শূন্যতা চেপে ধরে
পাঁজরের হাড়গোড়সমেত হৃদয় গলে পড়তে চায়
ব্যাখ্যাতীত ভয়ে লুকিয়ে পড়ি প্রেমিকের হৃদয়ে
উষ্ণতম আলিঙ্গনের পর শুরু হয় পরিত্যক্ত হওয়ার পালা।

Leave a Reply
You must be logged in to post a comment.