কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৯

সুধী

সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম বাংলাদেশের নবীন কবি ও লেখকদের সাহিত্যের সৃজনধারায় গতি সঞ্চারের উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করে আসছে। পাঁচটি ক্ষেত্রে এ পর্যন্ত ৪৩ জন কবি ও লেখক এ পুরস্কার অর্জন করেছেন। এই পুরস্কার নবীনদের সাহিত্যচর্চা ও সাধনাকে সঞ্জীবিত করছে।
আগামী শনিবার ৪ জানুয়ারি বিকেল ৫টায় দ্বাদশবারের মতো ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালি ও কলম সম্পাদকমণ্ডলীর সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সম্মানীয় অতিথি থাকবেন শিল্পী রফিকুন নবী এবং নাট্যজন আসাদুজ্জামান নূর, এমপি।

আপনি এই অনুষ্ঠানে সবান্ধব আমন্ত্রিত।

বিনীত

আবুল খায়ের
প্রকাশক
কালি ও কলম

অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের বিদ্যার্থী সোহিনী মজুমদার ও কবিতা পাঠ করবেন আসাদুজ্জামান নূর।

শনিবার, ৪ জানুয়ারি ২০২০

বিকেল ৫টা

বেঙ্গল শিল্পালয় (দোতালা), বাড়ি ৪২, সড়ক ২৭
শেখ কামাল সরণি, ধানমণ্ডি, ঢাকা

যোগাযোগ : +৮৮০ ১৮৪৪০৫০৬৬৯
[email protected]