সে ছিল তোমারই রাত, চন্দ্রাবলী,
কেবলই তোমার ছায়ায় শুধু জেগে থাকা,
পুষ্পিত সৌরভ আর বায়ুঘন নিবিড় ছায়ায়
চন্দ্রালোকে সিক্ত এক নিরুপমা নিমগ্না রজনী
আর সেই রাত্রির শরীর ঘিরে
রহস্যের কালো যবনিকা
আজ্ঞাবহ ছিল তারা সকলেই যেন
শুধু তোমারই।
তুমিময় ছিল সেই রাত – সেই রাত্রিছায়া,
কিছুই বুঝিনি আমি
ছুঁয়ে যেতে পারিনি তোমাকে।
অধরা তুমিও ছিলে সর্বগ্রাসী রাতের প্রহরে
তবুও তুমিই ছিলে অগ্নিময় চিরমর্মশিখা
আমি যেন শুধু তার আলোকের ছায়া।
তোমার ইঙ্গিতে ছিল হৃদয়ের সর্বনাশা গান
দেহের আগুনে ছিল প্রলয়ের স্বাদ,
তবু কেন রাধাময় আমার হৃদয়
তোমাকে চেয়েছে যেন শুষ্ক দাহকাঠ
অগ্নিময় পেলব পরশ।
চন্দ্রাবলী, একবার এসেছিলে তুমি,
ছুঁয়েছিলে আমার হৃদয়
ভালোবাসা নিয়ে দুই হাতে
দিয়ে গেছ হৃদয়ের সমস্ত সৌরভ
আর ছায়াপ্রেম ছায়াভালোবাসা।
Leave a Reply
You must be logged in to post a comment.