ক্রন্দন,
তুমি ভালোবাসো
গোপন মানুষ বেগুনি বিষের থালা,
দুয়োকথা,
বইয়ের ভেতরে চাপাপড়া পাপড়ি,
ক্লেদের সাবানে কেচে রাখা কষ্ট
আর যা যা কিছু আমারই অন্তর্জ্বালা।
কিন্তু তোমাকে করিবে মহিম মহান
করিবে গথিক সর্বনাশা।
তবু কেন আমি পড়ি
তোরই প্রেমে
বাঁধি দুই পা তোর রক্ত নূপুরে,
কাচের গুঁড়োর উপটানে মাজি
এই শ্যামল বরণ গা!
আমি বুঝতেই পারি না।