ছাপাখানার ভূত মুদ্রণজীবনে লুকিয়ে থাকা আমপোকা!
নেপথ্যে ইবলিশের ভূমিকায় ইলিশকাঁটা।
রবীন্দ্রনাথ ঠাকুরকে বানিয়েছিল বরীব্দ্রনাথ কুঠার!
কখনো কখনো মুদ্রণপ্রমাদ ছাড়াই
সোশাল ডিস্টেনসে বদলে দেয় অর্থচিত্র, চরিত্র।
‘দুই জনপ্রিয়’ হয়ে ওঠে ‘দুই জন প্রিয়’,
‘সত্যের মতো বদমাশ’কে বানিয়ে দেয় ‘সত্যের মাতা বদমাশ’।
টাইপোগ্রাফিক্যাল এরর না বুঝে; ভুল বুঝে
মান্নান সৈয়দ নিষিদ্ধ করেছিল সম্পর্ক, শাদা টাকা।
অভিধানে, ধর্মগ্রন্থেও ঢুকে পড়ে মনসার অনুগত সাপ –
ঢুকতে না পেরে গোপনে ছড়িয়ে দেয় উইপোকা।
ছাপাখানার ভূতপোকা কি অদৃশ্য টুম্পা খানের পাড়াতো ভাই?
নাকি গুটেনবার্গের পাওনাদার!
অগ্নিক্ষুধার মতো ছাপাখানা ভীতু ভূতও কী ক্ষুধার্ত!