কী ছিল না তোমার, রাজন?
বিপুল ভূখণ্ড, রাজপ্রাসাদ, সমরাস্ত্র, লোকবল
কর্মব্যস্ত সংসার, বীরদর্প সন্তানেরা
বাক্সভরা মণিমুক্তা, ক্ষেত্রভরা ফল-ফসালি
বন্যা এসেছে বছর বছর, ভেসে গেছে ফসল
নতুন পলির জমিতে দ্বিগুণ ফলেছে আবার।
দেবতাতনুজ তুমি, দেবকুলে স্নেহধন্য
শক্তি-সম্পদের পর্বতশৃঙ্গে বসেও
নির্বৃত্ত হয়নি বুভুক্ষা তোমার
আরো, আরো বৈভব লাভের আশায়
তুমি হাত বাড়ালে নিষিদ্ধ স্থানে।
তফাৎ বোঝোনি তুমি স্বর্গ-মর্ত্যের
দেবতার ভোগে দিলে নিজ পুত্রকে পরিহাসছলে
সেই দুষ্কর্মের শাস্তি পেলে নির্মম
গ্রাস থেকে সরে গেল সুমিষ্ট ফলরাজি
আকণ্ঠ জলে ডুবে থেকেও
জলপিপাসায় আর্তনাদ করতে থাকলে তুমি।
মর্ত্যবাসী আমরাও তাই আজীবন তৃষিত রয়ে গেলাম।
Leave a Reply
You must be logged in to post a comment.