তুমি কি সুইয়ের বুকে অবিরাম সুতো

বারান্দায় গেলে না। ছাদেও না। উঠোনও তো ফেলে এসেছি বহুদূরে।

আরো দূরে মাঠ, ঘাট, গঞ্জ, হাট। তারও দূরে ফেলে এসেছি অধিকার।

তুমি যেন কার? তুমি কি তোমার হয়ে দাঁড়াতে পারো বারান্দায়।

হাত রাখো রোদে। শুকাতে দাও নিরামিষ মন

বরফের ঠোঁট থেকে দানা খুঁটে খায় অবাধ্য চড়ুই

তুমি কি সুইয়ের বুকে অবিরাম সুতো …

মসৃণ ধাকায় ধাকায় ধ্যানস্থ ইছামতি নদী

নতমুখী নুন ফোয়ারায় ফড়িঙের ডানা … 

কেবলই সংযোগে থেকে সমাজ সংসার ঘর …

রেখে ঢেকে বুকের তলায় করো চাষাবাদ

তাতে জন্মায় মিষ্টি সোনালি ভুল মন

ভগবান সুনসান দেখে যান তারার পতন