চাণক্য বাড়ৈ
অক্ষরেরা আসে ÑÑ অসংখ্য অনাহূত তীব্র অক্ষর আসে আমার ঘরে Ñ ঘরময়
করে ওড়াউড়ি Ñ
তবে কি হলুদ পাতার চিঠিতে অনুদ্ঘাটিত কোনো অবচেতনে নিমন্ত্রণ পাঠিয়েছিলাম
কোনোদিন Ñ যেভাবে মৌমাছি আসে, মধুচক্রে Ñ সেইভাবে নেচে নেচে, গান
গেয়ে গেয়ে আসে একেকটি অতিথি-অক্ষর Ñ
যখন পাশাপাশি আসে, কী অদ্ভুত শব্দের মূর্ছনা হয়ে যায় ওরা, আমি বিস্ময়ে
শুনি Ñ আনমনে বলি, বসো Ñ
শব্দগুলো বসে Ñ সারি সারি Ñ যেন নিপুণ সন্নিবেশ এক Ñ অদৃশ্য ইশারা
মেনে নিজেরাই বসে গেছে যথাযথভাবে Ñ যেভাবে সাজানো থাকে পাপড়িগুলো,
অনাঘ্রাত ফুলে Ñ
কিছু আনকোরা, নতুন উচ্চারণ পাঠ করে যেতে যেতে ভাবি Ñ এই তীব্র আর
দীপ্র অক্ষরেরা তবে কবিতার নিমন্ত্রণে এসেছিল বুঝি …
Leave a Reply
You must be logged in to post a comment.