নদীর দুঃখ নদীই জানে ভালো –
আমি কিছুই জানি না তার ব্যথা
আমার বুকে হাজার কথা বাজে
আমার বুকে প্রাণের আকুলতা।
সাঁঝের বেলা তুমি যখন নদী
সাঁঝের বেলা গানের খেয়া যদি
একটি বার আমার কাছে আসে =
একটি বার আমায় ভালোবাসে
আমার চোখে হরিণ-চোখ রাখে।
আমি দেখি দুনিয়া-ভরা আলো –
আলোর মাঝে বিষাদ যেন বাজে
তোমায় আমি দেখেছিলাম কবে
বকুলপুরে তিন পুরুষ আগে।
ভরা গাঙের আঁজলা-ভরা পানি
সাক্ষী ছিল নদীর যত নাও।
ওপার হতে ডাক দিয়েছি আমি
ছায়ার মতো জীবন অস্তগামী।
প্রাচীন ঘরে কেউ ডাকে না আজ –
ধ্বংস ঘিরে নদীর পানি নাচে
নদীর তীরে তুমি যেন আলো
নদীর দুঃখ নদীই জানে ভালো।
Leave a Reply
You must be logged in to post a comment.