ভাষান্তর : মঈনুস সুলতান
গভীর রাতে জেগে ওঠে তারা
সাদা হয়ে আসা কোটরে জ্বলছে মণিহীন অাঁখি,
হেঁটে যায় শহরের ল্যাম্পপোস্টহীন দুর্গম গলিতে
অবজ্ঞা করে পেঁচাদের ডাকাডাকি।
কাফন জড়িয়ে রেখেছে তাদের দেহ
কিন্তু ঢাকতে পারেনি পরিচয়,
অননের রেখায় অাঁকা হয়েছে সিসার গাছপালা
বীভৎস বুলেটের সাথে হয়েছে তাদের পরিণয়।
রোদন করে সমবেত… গান গায় তারা উচ্চৈঃস্বরে
প্রতিধ্বনিতে কাঁপে শার্সি জানালার
চেতনায় ছড়ায় তাদের উপস্থিতি পুনর্বার।
ম্লান করতে করতে শিশুরা শিউরে ওঠে অকস্মাৎ,
গাঢ় নৈঃশব্দ্যের ভেতর আমরা শুনি
তাদের মাথাকুটা – নিবিড় প্রণিপাত।
অন্য কোনো শব্দ তৈরি করে না এমন আতঙ্ক
বিষাদের বিসুভিয়াস,
কপাটে যখন করাঘাত হয় রহস্যজনক
আবহে কী যেন ছড়ায় তুমুল ত্রাস।
খুলে যায় খামোখা হাট হয়ে গোলাঘরের রুদ্ধ দুয়ার,
পাখিরা যাচ্ছে উড়ে প্রেতের উপত্যকায়
মৃত্যুমুখী শায়ক ছুটে আসে দুর্বার।