মাকিদ হায়দার
তাকাইতেই পারিলাম না।
তাকাইলেই তিনি যে আমাকে চিনিতেন, অথবা,
চিনিতে পারিতেন এমন কথা বলা
মোটেই যে সমীচীন নহে
তাহা আমি জানিয়াও
তাকাইয়া ছিলাম সেই আবাগীর মুখের দিকে।
পীরবাড়ির মেয়েটির একটি না একটি
সমস্যা লাগিয়াই আছে,
তিনি ইচ্ছা করিলেও চক্ষু মেলিয়া
কখনো আমাকে দেখিতে পারিবেন না।
কেননা, তাহার পিতা
আমাদের পাবনা জিলার খুব নামকরা একজন
পীরবাবা।
তিনি তাহার হুজরাখানায় বসিয়াই দেখিতে পারিবেন
তাহার একমাত্র কন্যা
পারভীন বিবি,
আজ সারাদিন দেখিয়াছে কতজন যুবকের মুখ,
কাহাকে, কাহাকে
কাঁদাইয়াছে দুপুরবেলা।
পীরবাড়ির মেয়েটির অনেক গুণাগুণ রহিয়াছে
তিনি
যে-কোনো সময়
যাহাকে তাহাকে
মরুভূমির উট বানাইয়া দিতে পারেন।
অথবা ছাগল
যেমন আমি মরুভূমিতে বসবাস করিতেছি।
আজকাল