দুলাল সরকার
এই মিছিলের নাম দেব কী
প্রথাবিরোধী? সূর্যমুখী ডানপিটে
রাত, উলটো পথিক
ঊরম্নর সন্ধি – কী নাম দেব
ধ্রম্নবতারা, গভীর রাত্রি – গ্রন্থিমোচন?
কী নাম দেব আকাশগঙ্গা
নদীর ভাঙন-স্বরলিপি
কত্থক নৃত্য? চরের কৃষক
কী নাম দেব – রৌদ্রকণা
ডানার গ্রন্থি নীল সরোবর
গণসংগীত অনূদিত প্রেম –
এসব কথাই মিছিলের নাম
ডাকব ভাঙন, প্রথার বিরম্নদ্ধে
নতুন আবেগ জলের শস্য
কী নাম দেব কাঁটাগুল্ম?
ঝর্ণার পাশ, পাহাড়ি নদী
প্রতিটি মানুষ নীলচে হলুদ!
যত গ্রাম পথ উলটো ঈশ্বর
দৃশ্যহীন ভোর, একটি মুহূর্ত
বন্ধনহীন, বিস্ফারিত চোখ
পাহাড়শ্রেণির শীর্ষক স্বর।