মেঘের কণ্ঠে স্বপ্নেরা ধাবমান

তোমার উদার বক্ষে শুনেছি যমুনার কলতান
মেঘের কণ্ঠে জাগে তারুণ্য – স্বপ্নেরা ধাবমান
সাহসে শপথে শৌর্যে করেছো বাঙালিকে বলবান।

জেল-জুলুমে কত বিনিদ্র পরাধীনতার রাত
তোমাকে টলাতে পারেনি কখনো শত্রু-শব্দাঘাত
গণচেতনার কাণ্ডারি তুমি দুনিয়া করেছ মাত!

স্বাধীনতা-পথ রচনা করেছ অবিরাম ধাপে ধাপে
জনসমুদ্রে মুক্তির বাণী – শত্রুর বুক কাঁপে
বৈশাখি ঝড় তুলেছিলে তুমি মার্চের উত্তাপে!

তর্জনী তুলে অর্জুন হয়ে ধনুকছিলার টানে
শত্রু-বিনাশে ধ্বনিত তোমার শব্দ-শঙ্খ বাণে
সে-ভাষণখানি ইতিহাস – কত গৌরব বয়ে আনে!

ত্যাগে ও ভাষণে নেতার আসনে তীব্র তেজস্বিতা
তুমি মহীয়ান রাষ্ট্রনায়ক ঐক্যের সংহিতা
তোমাকে সালাম – বাঙালিশ্রেষ্ঠ, জাতি-রাষ্ট্রের পিতা!