প্রতিকৃতি অংকনের জন্য শাহজাহান আহমেদ বিকাশ খ্যাতি অর্জন করেছেন। এই শিল্পীর বিশেষ মনোযোগ অধিকার করে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি নানা সময়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন। এর মধ্যে ২০২২ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাল নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং অংকন করেন।
শিল্পী শাহজাহান আহমেদ বিকাশের বেড়ে ওঠা জামালপুরে মামাবাড়িতে। শৈশবেই মা’কে হারিয়ে তাঁর মুখচ্ছবি অন্তর জুড়ে রয়েছে শিল্পীর। প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালেই তিনি ছবি আঁকা শুরু করেন। এতে উৎসাহ জুগিয়ে যান তাঁর মামা।
তিনি ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা অনুষদের চেয়ারম্যান।
তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদকে’ ভূষিত করেছে সরকার।
প্রচ্ছদে ব্যবহৃত ছবিটি ২০০৬ সালে অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা।
সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।
Leave a Reply
You must be logged in to post a comment.