জীবনকে তো আকাশের বিস্তার দেয়া যায় না
হেলেঞ্চা লতার মতো সংসার দেয় না কিছুই
শুধু ঢোঁড়া সাপের মতো প্যাঁচ মারে
সকাল বিকাল একই রং দেখি
বিসর্গ শরীর বেয়ে চাপ চাপ কুয়াশা
নিয়ে বসে আছি পার্কের ভেতরে
সুনসান হৃদয় উজাড় করে
হারিয়ে যাচ্ছে সু-সময়।
সেই একই খেলা। চৌষট্টি কলা
নতুন নতুন আসন তৈরি করা
জ্যোৎস্না কাঁপানো আঁধার বারান্দার কোণে
চুপচাপ দাঁড়ায়।
এবার শেকড়ে জল ঢালো …