অলোক সেন
এখন,
সূর্যজন্মের আগে
চাপচাপ অন্ধকার ঢেকে
বসেছে টবের গাছে, বারান্দায়।
নক্ষত্রসভার সদস্য হতে চায় –
এই আবেদনপত্রসহ একাকী
অমলিন মৃত্যুর দরজায়
কড়া নাড়ে আর হাই তোলে।
জীবনের বাড়ি যাবে শরবত খেতে
তোমাকে তা কি করে বলে,
এবার ভূত ও ভবিষ্যতে কড়া নাড় কবি।
বিদায়, সূর্যজন্মের দিকে –
সে বলেছে চলি
Leave a Reply
You must be logged in to post a comment.