অপুরুষতন্ত্র

তারা উচ্ছল, সধবা রমণীর দিকে

পাহাড়ের চূড়া আর সমুদ্রের অবাধ বিস্তারে

      অরণ্যভূমি ও ফসলি জমির বুকে

              হনন-উদ্যত হায়েনার মতো চেয়ে থাকে

জাঁকালো অট্টালিকার বিশাল বিন্যাসে

                     ভঙ্গিল ভঙ্গিতে হাঁটে

পিস্তল ও মেশিনগানের

                 উত্তরোত্তর কার্যকারিতা

                 সীমান্ত বিরোধ

             তারকাঁটায় ঝুলন্ত লাশ

সাবমেরিনের অপঘাতী তৎপরতা পরখ করে

                                      দীর্ঘক্ষণ

                                খুঁটিয়ে-খুঁটিয়ে

তারা বাঘের গতি ও উল্লম্ফন

                   চোয়ালে রক্তের দাগ

  সুন্দর প্রাণীর মাংসে ভূরিভোজনের

      আমুদে কেচ্ছার ঝাঁপি খোলে

                জঙ্গলে খাটানো

                         তাঁবুর ছায়ায়

      মহাদেশে, উপমহাদেশে

যুদ্ধের অভিসন্দর্ভে তারা রাত জাগে …