অবশেষের সুখ

অস্পষ্ট গতর হাতড়ে মানিক খোঁজস রে বেআক্কেল!

ঘোমটায় লুকানো শরীরের ভেতরের শরীর।

অহন ধুতরা ফুলের বিষ সারাদেহে!

কই গেল চন্দনের বাসনা?

তুইও খোঁজস, আমিও খুঁজি!

সাধের বৈকুণ্ঠ অহন হাবিয়া-দোজখ!

একগাছি কাচের চুড়ি বিক্রি করায়

বাইদানির আট বেহেশতের সুখ।

আমার তখন সুখ ছিল

তোর বাসি বিছানায় গড়াগড়ি করায়!

অবশেষে সুখ শেষ দরজায় খিল দিয়া

মরণ-কান্দন কান্দে!