অলৌকিকের দিকে

কালীকৃষ্ণ গুহ

 

সেদিন তুমি বলেছিলে,

‘আমাকে নিয়ে একটা প্রেমের কবিতা লিখুন -’

সেইদিন থেকে তোমার দিকে আর

তাকাতে পারিনি।

 

সেইদিন থেকে মনে হয়েছে

অচেনা একটা দিগন্তবিস্তৃত মেয়ে। অলৌকিক।

অলৌকিকের দিকে তাকানো যায় না।

 

মনে পড়বে,

‘অলৌকিকের কাছে সকল আকৃতি ঝরে যায়।’

বলেছিলেন শক্তি চট্টোপাধ্যায়।