আকাশই শুধু

প্রত্যেক মানুষ গাঙচিল

যদিও তা স্বীকার করে না।

শেষ অব্দি তার কাজ

শুধু উড়ে যাওয়া।

অন্য মানুষেরা মাটি থেকে

আবছা দ্যাখে তাকে।

মানুষ ও নীল এক হয়ে যায়।

গাঙচিল ও মানুষ এক হয়ে যায়।

থাকে না আকাশ বলে কিছু আর।

অথবা আকাশই শুধু থেকে যায়।

মানুষ তো সম্পাদক –

অনেক উপর থেকে দেখতে পায়

গাছ পাতা ফুল

কোন ফুলে গন্ধ আছে

চিনে নিতে পারে। সেও উড়ে যায়।