আপেল শাখা

ঝর্না রহমান

উঠে এসো তবে চিতাভস্মের ভেতর থেকে

তরতর করে বেড়ে ওঠো তুমি সোনালি আপেল গাছ

আফ্রোদিতিরা মরে গেছে কবে – ভূত হয়ে নাচে প্রেমিক যুবক একা

অলিম্পাসের কুটিল চূড়ায় খেয়োখেয়ি করে লেজুড়ে দেবতা 

পরমাত্মার পোশাক পরেছে জীবাত্মাদের স্বর্গশোভন সং

নেমে এসো তুমি সোনালি আপেল

লুকোনো শাখাটি যেখানে এখনো তাজা

মেয়েদের বুকে আপেল ফলে না

স্তন্যপিয়াসী শিশুরা তো আর নেই,

আপেল বৃক্ষে শুরু হতে পারে তবু সুফলা ঋতুরং মৌসুম

নূহের কিশ্তি পায়রা ওড়াবে ঠোঁটে কুদরতি নয়া আপেলের শাখা…