আমার আবেগ

(আবুল হাসনাত স্মরণে)

তুমি দেখেছিলে একা, জেনেছিলে কতকিছু

জীবনের দ্বন্দ্ব থেকে পেয়ে গেছো জ্ঞান আর স্মৃতি

মাঝে মাঝে সেইখানে নেচে গেছে স্মৃতির চড়ুই –

জেনেছিলে এই সত্য – সময় চলেছে উড়ে ক্রূরচোখ

ঈগলের মতো – রূপসীর রূপের জাদুও তার নখে

ছিঁড়েখুঁড়ে যায়, মানবশরীরও বাঁচে না

             শুধু হৃদয় বাঁচে অন্যদের হৃদয়-গভীরে

তোমার নশ্বর দেহ চলে গেছে বিস্মৃতির আড়ালে

রয়ে গেছে তোমার হৃদয় – আমাদেরই মনোভূমে

ছিল যা সবার কাছে – সহৃদয়হৃদয়সংবেদী;

আমরা সবাই জানি মানবহৃদয় বেশ জটিল বিষয়

শুধু শিল্পীই সপ্রকাশ তার শিল্পমাধ্যমে –

শুধু ব্যক্তিই বাঙ্ময় তার রচনার স্বতন্ত্র বৈশিষ্ট্যে –

তোমার চারপাশ ছিল সেই শিল্পের নৈঃশব্দ্যে মোড়া

দেখা হলে স্বল্পশব্দে কুশলাদি ছাড়া

তোমার হাসির আভা চারপাশে এমন ছড়াতো

ছিল তাও বক্তব্যে ও শিল্পের বৈভবে বা ঙ্ময় –

          ছিল যেন গূঢ় প্রতীকী তাৎপর্যে সপ্রকাশ;

শিল্পের মতোই খুব বেশি শব্দের প্রয়োজন তাই

হয়নি তোমার কোনোকালে –

তুমি ছিলে কবি – ছিলে শিল্পের ঘনিষ্ঠ মানব

তোমাকে জেনেছি কবিতারই মতো স্বপ্নেশব্দে বাঙ্ময়  আর সেখানেই তোমার ভুবন ॥