আমার সে-নারী

আমার সে-নারী 

আফ্রিকার অন্ধকার অরণ্যের মতো

ছায়াপথ নীহারিকা নক্ষত্রের মতো

মেঘের কাজলরঙে সংগুপ্ত বিদ্যুৎ;

ব্ল্যাকহোলের মতো সে অগাধ রহস্য

সূর্যের শক্তির মতো জ্বালানি স্বভাবী

মানুষি-আধারে তিনি আদি সঞ্জীবনী।

ঠা-ঠা রোদে ক্লোরোফিলে প্রাঞ্জল সবুজ

লাগাতার বৃষ্টির প্রহরে রোদের ঝলক

প্রেরণার উৎস তিনি প্রাণের প্রাণতা,

বাতাসের শ্রুতিনদে ইথারীয় তরঙ্গনিচয়।

সে আমার মৃত্তিকার সঙ্গী এবং

আকাশবাণী আত্মার কথা,

আমার সে-নারী জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞাতা দ্বৈতাদ্বৈতে ত্রাণ; আবার তিনিই ত্রাতা।