আমি চাই না তোমাকে স্পর্শ ক’রে একাকিত্ব

কখনো-সখনো মানুষ নিজেই

নিজের সঙ্গে কথা বলে

চরম একাকিত্বে ঘোরপ্যাঁচ খেতে খেতে

মনেতে রংঢং ভাব উদ্ভব হয় না

আমি ভুলেও চাই না

এমন অপ্রিয় পরিস্থিতির মুখোমুখি তুমি হও

আর চাকচিক্য সুরম্য প্রাসাদে অধিক সুখে আটক

তুমি আঁকো ঘরময় নিরন্তর একাকিত্বের পোর্ট্রেট