আলো নেই সূর্যের গর্ভগৃহে

পৃথিবীজুড়ে মন খারাপ

নিমফুলের গন্ধের মতো ছড়িয়ে আছে

আর নিরন্তর মৃত্যুর ছায়া

মানুষকে অসীম শূন্যতায় ছুড়ে ফেলছে

নিভু নিভু সন্ধ্যার প্রদীপ।

আলো নেই সূর্যের গর্ভগৃহে

গভীর সন্তর্পণে সমাজ সংসার ডুবে যাচ্ছে

                    চিরকালীন অন্ধকারে।

জীবনকে চিনিয়ে দেওয়ার জন্য উজ্জ্বল কোনো

                                  পায়রার ঝাঁক

যারা বাড়ির উঠোনে রোদ বিছিয়ে দিত

তাদেরকে দেখি না বহুকাল,

ভিক্টোরিয়ার পরী তুমুল নৃত্যে আর কোনো

                           শিউলি ঝরায় না।