এক জন্মে ভবিতব্য

এক জন্মে ভবিতব্য, অন্য জন্মে পরিখার খাদ

এভাবেই প্রতিবিম্ব, এভাবেই ধূলির সংহিতা

মহাসড়কের পাশে ছুটে-চলা গ্রহণের চাঁদ

অচেনা, অদ্ভুত গ্রীবা, অসমাপ্ত অমিল কবিতা

এভাবে প্রলাপবাক্য; খসে পড়ছে তোমার আকাশ

দু-চারটে ঝরাপাতা, বৃষ্টিদিন ভিজে যাচ্ছি একা

কোথায় দাঁড়িয়ে আছি, শূন্যতার এই অধিবাস

আমাকে শেখায় মন্ত্র, এ-জীবন এভাবেই দেখা

তবুও কুয়াশাশেষে ভোরবেলা শিশির সম্পাত

যদি হতে পারি আমি কিছু জল ঘাসের পাতায়

হাত পেতে অর্ঘ্য নেব, করতলে সুতীব্র প্রপাত

দেখি জল বেড়ে যাচ্ছে, দেখি এই নবান্ন খাতায়

তোমার আমার দেনা বেড়ে যাচ্ছে ঝড়বৃষ্টিদিনে

এ-লেখাও অসমাপ্ত, ফেলে আসা গ্রহণের ঋণে।