ওপার-এপার

সৌভিক রেজা

 

ময়-মুরুব্বিরা বলতেন বালাই ষাট; সেই ষাটের উলটোদিকে

দাঁড়িয়ে তোমার ঝলমলে ডালপালাগুলো দেখি, পাতা আর ছায়াগুলো

দেখতে-দেখতে বাইরে যাই। দেখি জারুলের বেগুনিময় ফুলের

আলো। বালাই ষাট। মাঝে মাঝে আলো আর বাতাসের

কাছ থেকেও দূরে সরে থাকি। এদিক-সেদিক যাই, তোমার

ছায়া নিয়ে নিজের ছায়ায় ফিরতে চাই। হেনা, তুমি

ষাটের ঘাটে ফুটে-ওঠা আঁধার-আলো-ছায়া