ওরা পার্কে-পার্কে ঘুরত জোড়া পায়রা

ওরা মাঠেঘাটে উড়ত জোড়া শালিক

ওরা নৌকা বিহারে যেত মরালমরালি

ওরা এ ওর পিছন ছুটত দুটি চড়াই।

ওরা সরস্বতী পুজোর জোড়া পলাশ

ওরা হোলির লাল-নীল আবির

ওরা আকাশের সূর্য ও চাঁদ

ওরা মাটির ঘাস ও শিশির।

ওরা হাওয়ায় ভাসত জোড়া পালক

ওরা রোদ্দুরে হাসত জোড়া মোতি

ওরা বৃষ্টিতে ভিজত দুটি চাতক

ওরা দুরন্ত মেঘেদের জুটি।

ওরা আগুনের জোড়া হোমশিখা

ওরা ধনুকের ছিলা ও তির

ওরা ছন্দের কবিতা ও কবি

ওরা আমার-তোমার দুটি ছবি।