দীপঙ্কর গোস্বামী

  • বিরহগাথা

    কবিতার সঙ্গে অনেকদিন কথা বলা হয়নিশোনা হয়নি অনেকদিন তার হৃদয়ের ধুকপুকআজ কাছে গেলে মুখ ঘুরিয়ে নিল কবিতা,অভিমানে বসে রইল নিশ্চুপ অপরাধী আমি অনর্গল কথা বলে চললামমান ভাঙাতে কথা গেঁথে গেঁথে পরিয়ে দিলাম শব্দের মালাসাময়িক বিরতি বিরহের জন্ম দিলে গাঢ় হয় প্রেম,বারবার বোঝালাম সে-কথা কবিতা হাসল না কবিতা কাঁদল নাছিঁড়ে ফেলতে উদ্যত হলো শব্দের মালাআমি দাড়ি,…

  • নীল-বিদ্রোহ

    নীল হয়ে যাওয়া মুখগুলো এখনো বিষদাঁত নিয়ে বসে আছে হাঁ করে এখানে-ওখানে, কাছে-দূরে, সর্বত্র ওদের সাপের মতো লকলকে জিহ্বা, বাজের মতো তীক্ষè দৃষ্টি, ভ্যাম্পায়ারের মতো উদগ্র বাসনা ওরা সুযোগ পেলেই বসাবে কামড় বাড়িয়ে চলবে নীলমুখের সংখ্যা তারপর সাদা আলোর পৃথিবীকে নীল আলোর পৃথিবী বানিয়ে নাম দেবে তার নীলগ্রহ ভয়ে বিবর্ণ হয়ে যাওয়া মুখগুলো এখনো সময়…

  • ওরা

    ওরা পার্কে-পার্কে ঘুরত জোড়া পায়রা ওরা মাঠেঘাটে উড়ত জোড়া শালিক ওরা নৌকা বিহারে যেত মরালমরালি ওরা এ ওর পিছন ছুটত দুটি চড়াই। ওরা সরস্বতী পুজোর জোড়া পলাশ ওরা হোলির লাল-নীল আবির ওরা আকাশের সূর্য ও চাঁদ ওরা মাটির ঘাস ও শিশির। ওরা হাওয়ায় ভাসত জোড়া পালক ওরা রোদ্দুরে হাসত জোড়া মোতি ওরা বৃষ্টিতে ভিজত দুটি…