কোথাও কুহক যাত্রা : শঙ্খ ঘোষ

‘আজ বসন্তের শূন্য হাত’

উন্মাদ সমুদ্র সেই চোখে

             দিকচিহ্নহীন

ছোট ছোট স্বপ্নের ভিড় অস্থির বুকে

ভোর-ফোটা আলো অমলিন,

সমুদ্র লোনা হাওয়ার গল্প

      মুখর ঢেউয়ের বিরহ

পিপাসার্ত অনিঃশেষ মৃত্যু-গান

           – কিছু দৃশ্য দুরূহ

সন্দিগ্ধ রৌদ্রের লাল  মেঘ ভীরুপ্রাণ

কুহক নিহিত মুগ্ধ বসন্ত দুপুর

      নির্জন রোদন অগ্নিফুলে

দূর বাজে গ্রহণের প্রণয় নূপুর –

      ‘দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে

      – শুকনো জীবনের মূলে’