গড়াই নাকি গোরাই

আমার মন পোড়ায়

আমার গাঁয়ের নদী

কেমন আমায় শুধাও যদি,

সে নদী বর্ষায় চঞ্চল

যেন ভরা নদী আনন্দে উচ্ছল।

সে নদী গ্রীষ্মে শান্ত শীতল

দিনমান বয়ে যায় ছলছয়।

সবুজে শ্যামলে ধানক্ষেত, খামার যত

দুই তীর গ্রাম তার ছবির মতো।

এ যে আজন্ম আপন অতি

আমার প্রাণের গড়াই নদী।