অনুপম মুখোপাধ্যায়

গরিবের নাকি অতীত থাকতে নেই

গরিবের নেই স্মৃতির অধিকার

এমন কোনো নদীও বোধহয় নেই

পুরনো দিন ঘর বাঁধে যার চরে

একতলা থেকে খোলা জানালার হাওয়া

দোতলায় এসে দরজা ধাক্কা দেয়

গরিবের নাকি দোতলা থাকতে নেই

মাটির হলেও বাড়ি হবে একতলা