গহনে যে আকাশ

ঊরুর গহনে যে আকাশ

‘খ’-পুষ্প সেখানে ঝরে,

চন্দ্র-সূর্য, আছে গ্রহতারা

আলোময় জন্ম, মৃত্যু;

বলো, গিরিমুখ খুলে গেলে

                    কী আহুতি।

পারে পারে ঘাট

কত মায়াবন, মরা ইতিহাস

সেতুর ওপরে ওই দাঁড়িয়ে পথিক।

বলো হে অক্ষরমালা, আজন্ম ঝঞ্ঝাট;

অকিঞ্চিৎ লাগে জীবনের বাড়ি ফেরা।

Published :

,

Comments

Leave a Reply