গীতাঞ্জলি

বীথি চট্টোপাধ্যায়

 

একটি কথা সবাই জানি, মুখেও বলি

রবীন্দ্রনাথ লিখেছিলেন গীতাঞ্জলি।

গীতাঞ্জলি ছাড়লে লোকে কোথায় যাবে?

জীবনদায়ী এমন লেখা আর কি পাবে?

সত্যি ক-জন মনের জোরে বলবে বলো?

দুঃখ থেকে শক্তি নিয়ে এগিয়ে চলো।

ভয় পেয়ো না, যা বলছে তা বলুক লোকে

নিজের জীবন দেখতে শেখো নিজের চোখে।

পদ্মাপারে গাছের ছায়া নদীর জলে;

সূর্য উঠে নতুন করে লিখতে বলে –

ধুলো উড়িয়ে ঝড়ের মতো দু-চারটি গান

দিনের শেষে ফেরত দেবে সব অপমান,

পুরনো কথা; নতুন করে আবার বলি

রবীন্দ্রনাথ লিখেছিলেন গীতাঞ্জলি।