ঘরে ফেরা

ঘরে ফিরে মনে হয় স্বয়ংক্রিয় আলো

জ্বলে উঠবে স্বপ্ননীল, ঘরে ফিরে রোজ

মনে হয় কেউ আসবে, নিয়ে যাবে খোঁজ

বেঁচে আছি কিংবা আমি মরে গেছি কি না

প্রিয় বন্ধু কেউ এলে খুবই হয় ভালো

বন্ধু যদি নাও আসে অন্তত শত্রুরা

ঘরে এসে কথাচ্ছলে করে যাক ঘৃণা

আমার তুচ্ছাতিতুচ্ছ দুঃখ ব্যথা সুখ

ঘরের আসবাব ছাড়া কেউ তো জানুক!

আনন্দ উচ্ছলা কিংবা কোনো শোকাতুরা

রমণীর হাসি কিংবা কান্না ভরা স্বরে

ঘরে হোক ক্রমাগত ধ্বনি-প্রতিধ্বনি;

হোক ছল তবু থাক বিভ্রমের মায়া

পরনে অলীক শাড়ি স্বপ্নময়ী সায়া

কয়েক মিনিটও যদি হতে পারি ধনী

কয়েক টুকরোও যদি শান্তি আসে ঘরে

রূপকথা ঝুলি থেকে পুরোনো গল্পেরা

যদি আজ আনতে চায় আনুক দৈত্যকে

সে যদি ঘরের চালে লাগায় আগুনই

তবু তো সার্থক কারো জন্য ঘরে ফেরা

দৈত্য ঘরে থাকলে যদি কিছু বলে লোকে

ভ্রুক্ষেপও করি না তাতে, আমি নই গুণী

ঈশ্বর যদি না চান, না থাকুন ঘরে

অন্তত শয়তানও যদি হয় আজ শ্রোতা

কিছুটা তো পূর্ণ হবে ঘরের শূন্যতা

মঙ্গল না থাকে থাক অমঙ্গল শনি

নিজস্ব নিধন যজ্ঞে পবিত্র অরণি

কত ঘর ভেঙে যায় বৈশাখের ঝড়ে

আমার অসুখী ঘর ভাঙে না তো তবু

হতে চাই না একাধারে ক্রীতদাস ও প্রভু।