চতুর্দশপদী বিভ্রমের হাসি

নওশাদ জামিল

 

মাঝেমাঝে এরকম হয়

উদ্ভ্রামত্ম হয়ে ঘুরেফিরে

ঘরে ফিরি, চলে আসি একা

পথ ভুলে। শৈত্যপ্রবাহের

সঙ্গে মিলেমিশে উড়ে গেছে

সেইসব পাখি – চুপি-চুপি

তাদের ডানায় ভেসে ভেসে

ঘরে ফিরি – কোথায় সে ঘর?

 

দূর শূন্যে ঝুলে আছে ঘর

পৃথিবীর এই ক্ষুধা – শামিত্ম

ময়ূরশয্যার স্মৃতি – যেন

সবকিছু বিভ্রমের হাসি

সব ফেলে চলে আসি একা

মহাশূন্যে – সোনার সিঁড়িতে।