এত আবর্জনা জমছে!

         বলতে পারছিনে!

                  ফেলতেও পারছিনে!

দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে –

       আবর্জনার মধ্যে বসবাস! 

               আবর্জনা ফেলল কে?

জানার পরও তা বলতে পারছিনে!

পরিবেশ এতটা

       অসহনীয় হয়ে উঠছে!

পরিচ্ছন্নতার দিনগুলো চলে গেল!

    ঝকমকে থাকার দিনগুলো চলে গেল!

     পরিমার্জিত থাকার দিনগুলো চলে গেল!

ধোপদুরস্ত থাকবে শুধু বিশেষ এলাকার মানুষ?

আস্তাকুঁড় বেড়ে যাচ্ছে!

       ঝাড়ুদাররা কোথায় গেল?

         কারো হাতে ঝাঁটা দেখা যাচ্ছে না!

ময়লাবহনকারী গাড়িরও দেখা নেই!

শোধনাগার তৈরির বদলে –

নিজেদের ভাগ্য তৈরি করে নিচ্ছে কোন ভাগ্যবানেরা?

কাড়ানাকাড়া বাজিয়ে বলছি –

     এত জঞ্জালের প্রকোপ আর সহ্য হচ্ছে না!

দণ্ড দেওয়ার লোকেরা দণ্ডায়মান নেই!

কান্তিবিদ্যা বা নন্দনতত্ত্বের জন্য নয় –

বেঁচে থাকার জন্য খানিক সুষমা জরুরি!